কার্যকরী পরিষদের ২২ নভেম্বর তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত:


ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
কার্যকরী পরিষদের ২২ নভেম্বর তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত:

সভার শুরুতে সভাপতি জনাব মোঃ আলমগীর হোসেন সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। । সভায় সংগঠনের সার্বিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নিন্মলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহন করা হয়ঃ

১। সভায় পূর্ববতী সভার কার্যবিবরনী অনুসমর্থন করা হয়।
২। ডিরেক্টরী প্রকাশ এবং ওয়েব সাইটের বিস্তারিত আপডেট তুলে ধরেন ড. অলিউর রহমান।
৩। ডিরেক্টরী এবং ওয়েব সাইটের তথ্য সংগ্রহের জন্য জনাব পলাশকে প্রজেক্ট ভিত্তিতে এককালীন একটি টাকা দেয়া সাপেক্ষে নিয়োগ করা হয়।
৪। ৬২ সাল থেকে এই পর্যন্ত বিভাগ থেকে পাশ করা গ্রাজুয়েটদের তালিকা অনলাইনে প্রদর্শন করা যায়।
৫। প্রকাশনার জন্য একটি সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন প্রকাশনা কমিটির আহবায়ক। ৮০০ কপির আনুমানিক বাজেট উপস্থাপন করেন তিনি এবং জানান এর জন্য প্রায় ১,১৬,০০০/- টাকা খরচ হতে পারে।
৬। পিকনিক/রিভার কৃুজ ২৩ জানুয়ারি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৭। ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে সদস্য সংগ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় এবং সদস্য ফি বিকাশ বা ক্রেডিট কার্ডে নেয়ার ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।
৮। কার্যকরী পরিষদের অনেক সদস্য সভায় উপস্থিত থাকেন না এজন্য সকলকে পরবর্তী কার্যকরী পরিষদের সভায় উপস্থিত হওয়ার জন্য একটি চিঠি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
৯। সভায় উপস্থিতির জন্য এক সপ্তাহ আগে চিঠি ও মেইল প্রেরণ, একদিন আগে এসএমএস প্রেরণ ও পরবর্তীতে সভার দিন ফোন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
১০। সভায় পিকনিক/রিভার ক্রুজের কমিটি পুর্নগঠন করা হয়।
১১। বিভাগের ৫ম ব্যাচ ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে তাদের ১০,০০০/- টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
১২। সভায় সংগঠনের সহ সভাপতি মিজ শাহিদা আলম বিটিভির উপ মহাপরিচালক (বার্তা) হওয়া তাঁকে অভিনন্দন জানানো হয়।
১৩। সভায় ভুটান ট্যুরে অংশগ্রহনকারী সদস্যগণ ট্যুরের বিস্তারিত তুলে ধরেন।

পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ  জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।